এশিয়ার অন্যতম ব্যবসা উপযোগী দেশ মালয়েশিয়া ভ্রমণ ও বসবাসের জন্য প্রায় ১৫ ধরনের ভিসা দেয়। মালয়েশিয়ায় ভ্রমণ ও বসবাসে আগ্রহী সবার জন্যই এই ভিসাগুলো প্রযোজ্য।
টুরিস্ট ভিসা: টুরিষ্ট বা ভিজিট ভিসা, মূলত 2 টা ক্যটাগরিতে হয়ে থাসে 1) সিঙ্গেল এন্টি, 2) মাল্টিপল। 3 মাস মাল্টিপল হয়, আবার 6 মাস মাল্টিপল হয় আবার 1 বছর মাল্টিপল ও হয়। সিঙ্গেল এন্টি দিয়ে আপনি 1 বার মালয়েশিয়া যেতে পারবেন। 3 মাস মাল্টিপল দিয়ে 3 মাসের মাঝে আপনি যতবার ইচ্ছে মালয়েশিয়াতে যেতে পারবেন। 6 মাস মাল্টিপল দিয়ে 6 মাসের মাঝে আপনি যতবার ইচ্ছে মালয়েশিয়া যেতে পারবেন। ঠিক সেইম আপনি 1 বছরের এইটা দিয়ে 1 বছর যতবার ইচ্ছে আসা যাওয়া করতে পারবেন।
স্টুডেন্ট ভিসা: স্টুডেন্ট ভিসা,মূলত মালয়েশিয়ার কোন কলেজ বা ভার্সিটি তে ইএমজিএস এর মাধ্যমে এপ্লাই করে ইমিগ্রেশন থেকে এ্রপ্রোভাল এবং কলেজ অফার লেটার নিয়ে, বাংলাদেশে থেকে মালয়েশিয়ার এম্বাসি কর্তৃক 113 টা অনুমোদিত এজেন্সির মাধ্যমে জমা দিয়ে স্টুডেন্ট পাস ভিসা নিয়ে মালয়েশিয়াতে যেয়ে কলেজের মাধ্যমে ঐ ইমিগ্রেশন থেকে ভিসা লাগিয়ে নিতে হবে।
গার্ডিয়ান ভিসা: শিশুরা স্কুল ভর্তি হলে তাদের মা-বাবারা পায় গার্ডিয়ান ভিসা। কলেজের মাধ্যমে ইমিগ্রেশন থেকে নিতে হবে।
ডিপেন্ডডেট ভিসা: বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনার্স, মাস্টার্স ও পি এইচডির স্টুডেন্টরা এবং ক্যটাগরি-১ এর কর্মমর্তারা তাদের মা-বাবা, সন্তানদের আনতে পারে ডিপেন্ডডেট ভিসায়।কর্মরত লোক তার নিজের ভিসার উপরি ভিত্তি করে ইমিগ্রেশন থেকে এপ্রোভাল নিয়ে বাংলাদেশে এজেন্সির মাধ্যমে এম্বাসি থেকে ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে হবে।
ক্যটাগরি-1: ক্যটাগরি-1 বলতে বুঝায় কোন একটি ব্যবসা প্রতিষ্ঠানের উচ্ছ পর্যায়ে অধিষ্ঠিত কর্মকর্তাদের ভিসাকে। যেমন- পরিচালক, ব্যবস্থাপক। এই ভিসা যে কোম্পানিতে কর্মরত হবেন সে কোম্পানির মাধ্যকে ইমিগ্রেশন থেকে এপ্রোভাল নিয়ে বাংলাদেশে এজেন্সির মাধ্যমে এম্বাসি থেকে ভিসা নিয়ে ম্যনপাওয়ার করে মালয়েশিয়া যেতে হবে।
ক্যটাগরি-2 : ক্যটাগরি-2 ভিসা হল সহকারী পরিচালক, সহকারী ব্যবস্থাপক পর্যায় থেকে নিন্ম পর্যায়ের দক্ষ কর্মচারীদের ভিসা। এই ভিসাও যে কোম্পানিতে কর্মরত হবেন সে কোম্পানির মাধ্যকে ইমিগ্রেশন থেকে এপ্রোভাল নিয়ে বাংলাদেশে এজেন্সির মাধ্যমে এম্বাসি থেকে ভিসা নিয়ে ম্যনপাওয়ার করে মালয়েশিয়া যেতে হবে।
ক্যটাগরি-3 : ক্যটাগরি-3 ভিসা হল কোন কোম্পিানির সাধারণ শ্রমিক ভিসা। বিশেষায়িত কোম্পানিগুলোতে আবার ভিবিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ভিসারর নাম বিভিন্ন হয়ে থাকে। যেমন- আইটি কোম্পানিগুলোতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ভিসার সাধারণ নাম আইটি ভিসা, ম্যনফ্যকচ্যরিং কোম্বানির কর্মকর্তাদের ভিসাকে বলে এমআইডিএ। তবে আসলে এগুলোর অফিসেয়াল নাম এমপ্লয়মেন্ট পাস।
ট্রেনিং পাস: বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষনের উদ্দেশ্যে আসা ভিসাগুলোকে ট্রেনিং ভিসা বলে। এই ভিসা যে কোম্পানিতে ট্রেনিং করতে যাবেন সে কোম্পানির মাধ্যকে ইমিগ্রেশন থেকে এপ্রোভাল নিয়ে বাংলাদেশে এজেন্সির মাধ্যমে এম্বাসি থেকে ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে হবে।
এমএম২ এইচ: মানে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম এই ভিসা নিতে হলে আপনাকে মালয়েশিয়া যে কোন ব্যংকে ৩ লক্ষ রিংগিত জমা দিয়ে ইমিগ্রেশনের মাধ্যমে এপ্রোভাল নিয়ে বাংলাদেশে এজেন্সির মাধ্যমে এম্বাসি থেকে ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে হবে।
শ্রমিক ভিসা: মালয়েশিয়া শ্রমিকদের ভিসাগুলো বিভিন্ন সময় বিভিন্ন নামে হয়ে থাকে। যেমন- সিক্স পি ভিসা, ভিসা গুলোর অগ্রগতির পর্যায় অনুসারে আবার এদের বিভিন্ন নাম হয়ে থাকে। যেমন- ডিপি-১০, ডিপি-১১, কলিং ভিসা। এই ভিসা গুলো রিকোডিং এজেন্সির মাধ্যমে ডেলিগেট এর মাধ্যমে সিলেক্ট করে, ম্যনপাওয়া করে মালয়েশিয়া যেতে হয়।
রেসিডেন্ট পারমিট: এই ভিসার আরেক নাম (আরপি) ভিসা। যা পাঁচ, দশ বা পনেরো বছরের হয়ে থাকে। অভিজ্ঞ ব্যবসায়ীদের এই ভিসাকে টেলেন্ট পাস ও বলে।
পারমানেন্ট রেসিডেন্স: সর্বশেষ পাঁচটি ক্যটাগরিতে দুেই ধরনের পিআর (পারমানেন্ট রেসিডেন্স) অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপত্র। একটি হলো রেডি আইসি বা দ্বৈত নাগরিকত্ব যা পেলে একজন মানুষ বাংলাদেশ ও মালয়েশিয়ায় উভয় দেশের নাগরিক থাকতে পারবে। আর যদি এই নাগরিকত্বের পর ব্লো আইসি পেতে চায় অথবা শুধু মালয়েশিয়ার নাগরিকত্ব পেতে চায় তবে তাকে নিজস্ব দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং এভাবে সে মালয়েশিয়ার পাসপোর্ট লাভ করতে পারবে এক পর্যায়ে। বিদেশি ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, বিনিয়োগকারী ও যারা মালয়েশিয়ার নাগরিককে বিবাহ করবেন তারা। পরবর্তীতে এই পিআর লাভ করতে পারবেন।
যাদের জরুরী প্রয়োজনে মালয়েশিয়া ট্রাভেল করতে হয়, তারা
https://www.windowmalaysia.my/evisa/evisa.jsp
লিংকে যেয়ে নিয়ম অনুযায়ী ই-ভিসা করে নিতে পারবেন।
Cant i want my come wife Kualalumpur, Which category her have the visa & homw many cost this visa, please inform me T.Q.
ReplyDelete